সাংবাদিক নেতা হাসান ফেরদৌসের মা লুৎফুন্নাহার বেগম আর নেই
প্রকাশিত : ১৩:৪৬, ২৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৪:০৫, ২৩ অক্টোবর ২০২৩
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহবুব হাসান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা হাসান ফেরদৌসের মা বেগম লুৎফুন্নাহার ২২ অক্টোবর সকালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিন বিকেল ৫টায় সীতাকুণ্ডের বড় দারোগারহাটের উত্তর ফেদাইনগর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
লুৎফুন্নাহার বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিইউজের ভারপাপ্ত সভাপতি রুবেল খান ও সাধারণ সম্পাদক ম. শামস ল ইসলাম। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সি-ি পবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক টিকলু কুমার দে ও যুব ইউনিয়নের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।
এসবি/